MASIGNASUKAv102
6510051498749449419

টাওস হাম - রহস্যের

টাওস হাম - রহস্যের
Add Comments
Tuesday, May 12, 2020

টাওস হাম - রহস্যের




মেক্সিকোর ১৯৯৭ সালের এক ঝলমলে সকাল । হঠাৎ করেই একটা সুক্ষ্ণ আর তীব্র শব্দ পেল নিউ মেক্সিকোর টাওস শহরের কিছু মানুষ। শব্দটি ঠিক কেমন ছিল, সঠিক বিবরণ কখনোই জানা যায়নি। কারণ তার আগেই পাগল কিংবা কালা হয়ে পড়েছিলেন শব্দ শুনতে পাওয়া মানুষগুলো।

কেবল নিউ মেক্সিকোর নয়, এমনটা হয়েছে পৃথিবীর আরও কিছু কোণাতেও। তবে টাওসের ঘটনাটি সবার মনযোগ কাড়ে অনেক বেশি আর এরপরেই শুরু হয় শব্দের উত্সগুলোর খোঁজ। খোঁজা হয় অনেকে, অনেক বিজ্ঞানীর দ্বারা। কিন্তু কেন এই শব্দ হয়, কি এর উত্স আজ অব্দি জানা যায়নি।

তবে বিজ্ঞানিরা ধারনা করেন, এটি এমন একটি গ্রহ থেকে এসেছে যেখানে ব্যপক বিস্ফোরন হয়েছে এবং সেখানে মানুষের মতো প্রানী থাকতে পারে যারা আমাদের চেয়ে বহুগুনে উন্নত।