একটি শহুরে রাস্তার গল্প
মাঝরাতের হালকা বৃষ্টি। গরম তেমন একটা কমেনি। কিন্তু পিচঢালা রাস্তাটা ভিজেছে। রাস্তার একপাশে তৈরি হওয়া গর্তে কিছুটা পানি জমেছে।সেখানে সড়কবাতির সাদা আলো প্রতিফলিত হচ্ছে। খুব বেশি বৃষ্টি হলে হয়তো রাস্তায় পানি উঠে যেতো। ড্রেনেজ সিস্টেম ভালো নয়। আবার ট্রান্সফর্মার বিস্ফোরণ হতে পারতো। এখানে প্রায়ই এমনটা হয়। বজ্রপাত শুরু হওয়া মাত্রই লোডশেডিং হয়ে যায়।
রাস্তার পাশের ঐ গর্তটাতে সেদিন একটা বাচ্চা পড়ে গিয়ে ব্যথা পেলো। পার্ক করে রাখা সাদা গাড়িটার বাদিকের টায়ার ফেটে গেলো। ইটবোঝাই ট্রাকটা আরেকটু হলে সড়কবাতির গায়ে আছড়ে পড়ছিলো এই গর্তটির কারণে।
রাস্তার পাশের ঐ গর্তটাতে সেদিন একটা বাচ্চা পড়ে গিয়ে ব্যথা পেলো। পার্ক করে রাখা সাদা গাড়িটার বাদিকের টায়ার ফেটে গেলো। ইটবোঝাই ট্রাকটা আরেকটু হলে সড়কবাতির গায়ে আছড়ে পড়ছিলো এই গর্তটির কারণে।
পথটি তবুও নিশ্চুপ। সে জানে এতরাতে এখানে কোনো পথিক আসবে না। তবুও সে পথিকের অপেক্ষা করে!
comment 0 Comments
more_vert