তুমি আসো না
You don't come
You don't come
....................
মাসুদ আলম কাব্য
......................
আজও প্রতিদিন বার্তা আসে
নিত্য নতুন খবর আসে
দূর্বা ঘাসে শিশির আসে
বসন্তে শিমুল, পলাশ, কোকিল আসে
শুধু তুমি আসো না!
আজও সেই হাসি দেখি
স্বপ্নে যেমন দেখেছিলাম
কল্প তুলির আঁচড় খোঁচায়
বিবর্ণ যেমন এঁকেছিলাম
সন্ধ্যে হলে আবীরগুলো ছুটে আসে
শুধু তুমি আসো না!
সবুজ বাতি আজও জ্বলে
মেসেঞ্জারে মেসেজ আসে
কথার নানান খইও ফোটে
অনেক বন্ধুত্বের আহ্বান আসে
জমে থাকা রিকোয়েস্ট বক্সে
শুধু তুমি আসো না!
আজও যেমন ভাবছি তোমায়
প্রতিদিনই ভাবি এমন
কল্পনার সবটা জুড়ে আসো তুমি
ভাবনাগুলো আসে যায়
দিনান্তে সময় যায়, সবই আসে
শুধু তুমি আসো না!
wow nice post
ReplyDelete