হয় গো যদি কয়েক বছর বাদে দেখা
বড্ড ব্যাস্ত ভীষণ তাড়াহুড়া
হয়তো দুজনেই একটু এগিয়ে এসে বলবো
মনে পড়ে আমার কথা এখনও
হঠাৎ এমন প্রশ্নে দুজনারই মুখটা হবে বন্ধ
নীরবতা কাটিয়ে বলে উঠব আমি
ভুলিনি তো কখনও
মনে পড়বে কেন,,,,,,
অমনি হঠাৎ করে বলে উঠবে তুমি
আজ আমি বড্ড ব্যাস্ত
""কিন্তু""
অনেক কথা আছে জমানো
যা আর বলা হবে না কখনও
হয়তো চোখের জল আড়াল করে বলবো আমি
ভালো থেকো প্রিয়,,,,,
হয়তো আবার দেখা হবে
প্রচন্ড ব্যাস্ততায় কখনও,,,,,,,
Write by-
Susmita Behera
comment 0 Comments
more_vert