MASIGNASUKAv102
6510051498749449419

তোমায় গোলাপ কিংবা রজনীগন্ধা দিতে পারবো না।

 তোমায় গোলাপ কিংবা রজনীগন্ধা দিতে পারবো না।

 তোমায় গোলাপ কিংবা রজনীগন্ধা দিতে পারবো না।



প্রতিদিন বকুলফুলের মালা দিয়ে বরণ করবো,
তবে কি তোমার মান ভাঙবে?
তুমি কি আবার আমায় আগের মত ভালোবাসবে?
ফুলের গন্ধ কি তোমার হৃদয়কে স্পর্শ করবে?
তবু যদি ফিরিয়ে দাও,তবে বলবো...
যে হৃদয় ফুলকে ভালোবাসেনা,
সে হৃদয় মানুষকে ভালোবাসবে কি করে?
কথা ও ছবিঃ মাহমুদা হিরা
~একটি পরিত্যক্ত ডায়েরি
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
-_-
(o)
[-(
:-?
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
$-)
(y)
(f)
x-)
(k)
(h)
(c)
cheer
(li)
(pl)