মধ্যরাতের চায়ের সাথে আমার সব ভাবনা
এরপর যৌবনে পা রাখতে না রাখতেই প্রত্যাশার ভার এসে পড়ে। এরপর ৫০ না পেরোতেই বার্ধক্যের খাতায় নাম উঠে যায়। আমরা আসলে বাঁচলাম কতদিন? ছোটবেলায় বড়দের কথামতো চলো। বড় হয়ে অন্যদের প্রত্যাশা পূরণ করো আর বৃদ্ধ হয়ে গেলে তো কেউ গোনাতেই ধরে না।
যেন এর কাজ হচ্ছে মরে যাওয়া কিংবা মৃত্যুর জন্যে অপেক্ষা করা। মানুষের আয়ুষ্কাল আরও কিছুটা দীর্ঘ হওয়া উচিত ছিলো। যৌবণ, তারুণ্যের সময়কালটা আরও দীর্ঘ হলে ভালো হতো। যেন চোখের পলকে সময় চলে যায়।
comment 0 Comments
more_vert