MASIGNASUKAv102
6510051498749449419

মধ্যরাতের চায়ের সাথে আমার সব ভাবনা

মধ্যরাতের চায়ের সাথে আমার সব ভাবনা
Add Comments
Wednesday, October 21, 2020

 মধ্যরাতের চায়ের সাথে আমার সব ভাবনা





তাত্ত্বিকভাবে, মানুষের জীবনকে চারটি ভাগে ভাগ করা হয়। শৈশব, কৈশোর, যৌবন আর বার্ধক্য। শৈশবে তুমি বাচ্চা মানে বয়সে ছোট শুনতে শুনতেই সময়টা কেটে যায়। কৈশোরে লড়াইটা চলে শরীর, মন, সমাজ সবার সাথে। বড় হতে চাইলেও কেউ বড় হতে দিচ্ছে না। 

এরপর যৌবনে পা রাখতে না রাখতেই প্রত্যাশার ভার এসে পড়ে। এরপর ৫০ না পেরোতেই বার্ধক্যের খাতায় নাম উঠে যায়। আমরা আসলে বাঁচলাম কতদিন? ছোটবেলায় বড়দের কথামতো চলো। বড় হয়ে অন্যদের প্রত্যাশা পূরণ করো আর বৃদ্ধ হয়ে গেলে তো কেউ গোনাতেই ধরে না। 

যেন এর কাজ হচ্ছে মরে যাওয়া কিংবা মৃত্যুর জন্যে অপেক্ষা করা। মানুষের আয়ুষ্কাল আরও কিছুটা দীর্ঘ হওয়া উচিত ছিলো। যৌবণ, তারুণ্যের সময়কালটা আরও দীর্ঘ হলে ভালো হতো। যেন চোখের পলকে সময় চলে যায়।