MASIGNASUKAv102
6510051498749449419

কেমন হবে বিচার দিবস?

কেমন হবে বিচার দিবস?
Add Comments
Sunday, October 4, 2020
কেমন হবে বিচার দিবস? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী, সুবহানাল্লাহিল আজীম।

মহান আল্লাহ বলেন,

১। সেদিন সকলে একত্রিত হবে। [সূরা আন'আম-২২]

২। দুনিয়ার জমিন হবে রুটির ন্যায়। [মিশকাত ৫২৯৮]

৩। মানুষ নগ্নপদ, নগ্নদেহ খতনাবিহীন সমবেত হবে ল।
[বুখারি,মুসলিম]

৪। কেউ কারও প্রতি দৃষ্টি দেওয়ার অবকাশ পাবে
না।[মিশকাত-৫৩০২]

৫। কাফেরদেরকে মুখের মাধ্যমে হাঁটিয়ে একত্রিত
করা হবে। [মিশকাত ৫৩০৩]

৬। প্রতি হাজারে ৯৯৯ জন লোক জাহান্নামী বলে
ঘোষিত হবে। [বুখারি-৪৭৪১]

৭। ঐদিন মানুষ ঘর্মাক্ত হবে, এমনকি ঘাম তাদের কান
পর্যন্ত পৌছাবে। [বুখারি]

৮। সূর্যকে অতি নিকটে আনা হবে এবং মানুষের আমল
অনুপাতে ঘামের মধ্যে ডুবে থাকবে। [বুখারি,মুসলিম]

৯। দুনিয়াতে যারা আল্লাহর জন্য সিজদা করেনি
কিংবা লোক দেখানোর জন্য সিজদা করেছে তারা
সেদিন আল্লাহকে সিজদা দিতে পারবে না।
[সূরা কালাম ৪২-৪৩]

১০। মুমিনদের হিসাব হবে মুখোমুখি। [মিশকাত]

১১। যার হিসাব পুঙ্ক্ষানুপুঙ্ক ্ষানুভাবে যাচাই করে
হবে, সে ধবংস হবে। [মিশকাত৫৩১৫]

১২। ঐদিন মানুষের মুখ বন্ধ করে দেওয়া হবে। [সূরা
ইয়াসিন-৬৫]

১৩। হাত, পা, কান, চক্ষু এবং চামড়া মানুষের বিরুদ্ধে
সাক্ষ্য দিবে। [সূরা নুর ২৪]

১৪। সে দিনের সময় সীমা হল ৫০ হাজার বছরের
সমান। [মুসলিম, মিশকাত ১৭৭৩]

১৫। তবে ঐ দিন মুমিনের জন্য একটি ফরজ সালাত
আদায়ের সময়ের ন্যায় মনে হবে। [বায়হাকী,
মিশকাত ৫৫৬৩]

আল্লাহ তা'আলা আমাদের সকলকে ক্ষমা করুক এবং পরিপূর্ণ ঈমান ও আমল নিয়ে তার কাছে যাওয়ার তৌফিক দান করুক। আমিন....