জীবন্মৃত
............... .
মাসুদ আলম
আমাদের হেঁটে বেড়ানো মৃতদেহ গুলো
চাইলেও আর বলতে পারে না কথা,
শিরদাঁড়া বেঁকে গেছে
জিহ্বাটা ঝুলে গেছে
চাইলেও আর বলতে পারে না কথা,
শিরদাঁড়া বেঁকে গেছে
জিহ্বাটা ঝুলে গেছে
দরদর ঝড়ছে লোভের লালা
আমাদের আত্মা মরে গেছে,
নুব্জ পিঠে বয়ে চলেছি পাপের বোঝা।
দিনে দিনে দিন যায়, শুধু বেড়ে যায়
আমাদের কৃত পাপের বোঝা,
সময়ের স্রোত মাঝে পানি নেই
আছে শুধু লোভের লালা।
আমাদের কৃত পাপের বোঝা,
সময়ের স্রোত মাঝে পানি নেই
আছে শুধু লোভের লালা।
তাতে খাই হাবুডুবু দিনমান
আরও আরও বেড়ে যায় লোভ।
একদিন ভেঙে যাবে, গুড়ো গুড়ো হয়ে যাবে
পথের ধুলোয় পরে রবে
আমাদের পাপে গড়া নিথর দেহ।
পথের ধুলোয় পরে রবে
আমাদের পাপে গড়া নিথর দেহ।
আমরা যাব কালের স্রোতে হারিয়ে
বেঁচে রবে কৃত পাপ, লোভের লালা
পরবর্তী প্রজন্ম তাতে করবে আমৃত্যু অবগাহন।
পাপ আর লোভে এভাবেই ভরে গেছে পৃথিবী,
প্রজন্মের পর প্রজন্ম শুধু
কুব্জ পিঠ মৃত দেহ ঘুরে এসে ফিরে যায়।
প্রজন্মের পর প্রজন্ম শুধু
কুব্জ পিঠ মৃত দেহ ঘুরে এসে ফিরে যায়।
comment 0 Comments
more_vert