MASIGNASUKAv102
6510051498749449419

তুমি বর্তমানেই থাকো - মাসুদ আলম

তুমি বর্তমানেই থাকো - মাসুদ আলম
Add Comments
Saturday, August 8, 2020

তুমি বর্তমানেই থাকো
..................................
লেখাঃ মাসুদ আলম
.................................


তোমাকে নব্বইয়ের দশকে ফিরে যেতে হবে না
বর্তমানেই থাকো।

একবিংশ শতাব্দীর তরুণী হয়ে , না হয়
নিজের সংস্কৃতিটাই আঁকড়ে রাখো।

সুগন্ধি তেল দিতে অস্বস্তি লাগে?
শ্যাম্পু করে রাখো।

শুধু ঐ বিচ্ছিরি মেকআপের পেছনে না ছুটে
যেমনটা উপরওয়ালা দিয়েছেন,
সেটা নিয়েই সন্তুষ্ট থাকো
বেশি হলে না হয় চোখের নিচে
একটু কাজল দিও, আর কপালে টিপ।

মোবাইল ফোনের যুগে ল্যান্ড-ফোনে ফিরে যেতে হবে না
শুধু মোবাইলটা হাতে একটু কম রেখো।
সেলফিটা কম তুলে আয়নার সামনে না হয়
কয়েক মিনিট বেশিই থেকো।

বিশেষ দিনে শাড়ি এখনও পরো,
সেই দিনগুলো না হয় একটু বাড়িয়ে নাও।
শাড়িতে যদি পড়ে যাওয়ার ভয় থাকে
তাহলে সালওয়ার কামিজ পরো,
তবু ঐ পশ্চিমা পোষাকের মধ্যে কম ঢোকো।

বন্ধু বান্ধব যেগুলো আছে
সেগুলো নিয়ে শুধু ঐ রেস্টুরেন্টের মধ্যে কম যেও,
ক্যাম্পাসের কোনো গাছতলায় বসে আড্ডা হতেই পারে
সিঙ্গাড়া খাওয়া যেতেই পারে, আড্ডাটা না হয়
বন্ধ দরোজার বাইরে খোলা বাতাসেই হতে পারে
খালি গলায় গানও ধরা যেতে পারে।

প্রেমিক এখনও আছে,
শুধু সঠিক মানুষটাকে খুঁজে নিও
না পেলে অপেক্ষা করো।

ভিডিও কলে কথাটা না হয় একটু কম বলো
রুম ডেটের মত বিদেশি শব্দ না হয় ভুলে যাও,
সারারাত কথা না বলে সকালে ক্লাসের আগে না হয়
কল বা মেসেজ দিয়ে বলো, "অনেক ঘুম হয়েছে,
এবার উঠে ক্লাসে যান"।

অবসরে চা'য়ের কাপ হাতে নিয়ে
সুনীল কিংবা শীর্ষেন্দুর বই যদি না-ও পড়ো
অন্তত হুমায়ুন আহমেদের বইটা পড়ো।

মন চাইলে একটা কবিতাও লিখতে পারো কারোর জন্য,
অথবা ইউটিউব দেখে
রান্নাটাও শিখতে পারো কারোর জন্য।

বিশ্বাস করো,
বিকেলে সাদা নীল আকাশ এখনো দেখা যায়
সময় নিয়ে মাঝে মাঝে একটু তাকাও।
তোমার ঘরের চার দেয়ালের বাইরে
আকাশটা কিন্তু এখনও বিশালই আছে।

তুমি একবিংশ শতাব্দীর তরুণীই হয়ে থাকো।
রাত্রিতে মাঝে মাঝে বাতি নিভিয়ে বারান্দায় হেলান দিয়ে
ব্যাস্ত নগরের গাড়িগুলোর আনাগোনা দেখো,
পূর্ণিমাতে চাঁদের খোঁজ রাখো
দেয়ালের আড়ালে জ্যোছনা দেখো
রাত্রি বেলায় ঘুমুতে না পেলে হেমন্ত মুখোপাধ্যায়
কিংবা রবীন্দ্র শুনে ঘুমিয়ে পড়তে পরো।

শুধু নিজেকে একাকিত্বের অতল গহ্বরে হারিয়ে ফেলো না
এই নীল সাদার দুনিয়ায়।
তুমি বর্তমানেই থাকো
তোমাতে থাকো
তোমার অস্তিত্বে থাকো
তুমি বর্তমানেই থাকো।