5 বছর ৬মাস ২৩দিন পর Ex-এর প্রশ্ন!!
তবে একটা সময় খুব ভালোবাসতাম আর খুব করে চাইতাম সে আমার হোক😥 কোনো অপরাধ ছাড়াই হঠাৎ সে হারিয়ে গেলো!! অভিযোগ ছাড়ায় ঘটেছিলো বিচ্ছেদ--যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি' কিন্তু কোনো পাত্তা পাই'নি😓
ভাগ্য ক্রমে আজ তার সাথে দেখা----
ভাগ্য ক্রমে আজ তার সাথে দেখা----
#5 বছর ৬মাস ২৩দিন পর Ex-এর প্রশ্ন!!
Ex::কেমন আছো তুমি?
Me::জি আলহামদুলিল্লাহ
EX:: তুমি বিয়ে করো নি কেনো??
~তুমি কি এখনও আমাকে ভালোবাসো??
Me::বিয়ে😂
~ নিজের প্রতি ভরসা ফিরে পেয়েছি,তাই ভালো থাকার জন্য পরিবারি enough.. ভালোবাসি কি'না জানিনা,তবে তোমাকে পাবার আসা আর করিনা😞তোমার কথা মনে করে, জানালার পাশে বসে সবার আড়ালে আর চোখের জল নষ্ট করিনা......
মাঝ রাতে ঘুম ভাঙলেও তোমার জন্য বুকের বা পাশে চিনচিন ব্যথা টা আর অনুভব করি নাহ😶
Ex::সত্যিই তুমি বদলে গেছো বেলা!!আমি আজও তোমাকে প্রথম দিনটির মতো ভালোবাসি😲এক মহুর্তের জন্য তোমাকে ভুলে থাকতে পারি'নি😃😃
Me::How funny😂😂 তুমি কি ভুলে যাচ্ছো, তোমার একটা মেয়ে আছে!!এতো ভালোবাসা কোথায় ছিলো এতোদিন??
Ex::আমার জীবনটা শেষ হয়ে গেছে রে, আমার পরিবার আমার স্বপ্ন টা ভেঙে দিছে😨তুমি ভাবো আমি নিজের ইচ্ছে তে তোমার হাত ছেড়েছি?সত্যি আমি পরিস্থিতির স্বীকার..আমার বর এখন আমার সাথে থাকতে চায় না,আমার মেয়েটার কি হবে??
Me::হঠাৎ এসব আমাকে কেনো বলতেছো?আমি কি করতে পারি তোমার জন্য??
Ex::pls তুমি আমার life-এ ফিরে আসো!আমাকে একটা সুযোগ দাও' আমার মেয়েটার জীবন শেষ হয়ে যাবে😞😞
Me::তোমার মেয়ের দায়িত্ব আমি নিব' কিন্তু, পিছনে ফিরে যাওয়া আমার পক্ষে সম্ভব না.এখন তোমার পাশে থাকা মানে তোমাকে ভালোবাসা না;তোমাকে দয়া দেখানো হবে😢যেটা আমি পারবো না।
~তবে,--কথা দিলাম, তোমার মেয়ের সম্পূর্ণ দায়িত্ব আমি নিব।
Ex::আর আমি?? আমাকে কে দেখবে??
Me:: Sorry😢😢যদি পারো আমাকে ক্ষমা করো😢
আমিও তোমাকে ভালবাসি, সত্যি অনেকটা ভালোবাসি
তবু্ও তোমার হাতটা ধরে রাখতে পারবো না--ভেবে নাও' আজ আমিও পরিস্থিতির স্বীকার😎😎
আমার এখন কি করা উচিৎ
কিছুই বুঝে উঠছি'নাহ😶
কিছুই বুঝে উঠছি'নাহ😶
Sorry
comment 0 Comments
more_vert