MASIGNASUKAv102
6510051498749449419

নষ্টের দলে - In the waste team

নষ্টের দলে - In the waste team
Add Comments
Tuesday, April 21, 2020
নষ্টের দলে
In the waste team
....................

মাসুদ আলম কাব্য
......................

সময়ের বাঁকে বাঁকে স্মৃতির আলপনা
মনের ক্যানভাসে জুড়ে রয়
বৃথা কল্পনা।

শ্রাবণের দিন শেষে, কুয়াশার চাদর গায়ে
হেঁটে চলে গেছে দূরে শরৎ সন্যাসী,
পলাশের দিনে আজ শিমুলের বৃথা খোঁজে
কোথা চলে গেছে ক্রন্দসী?


মেঘমায়া মেঘদূতে কালিদাস নেই
ছন্দের মায়াজালে সত্যেন্দ্র জড়ানো,
অরূপের রূপ-মাঝে স্বরূপের খোঁজ
প্রজাতির হাতে করে রোখা উড়ানো।


বসন্তের ফুল সব তরুণীর চুলে
দিনশেষে পিষ্ট পদতলে,
এই আমি রিক্ত কবি, নাই কিছু নাই
সবকিছু নিয়ে গেছে
নষ্টের দলে।