নষ্টের দলে
In the waste team
In the waste team
....................
মাসুদ আলম কাব্য
......................
সময়ের বাঁকে বাঁকে স্মৃতির আলপনা
মনের ক্যানভাসে জুড়ে রয়
বৃথা কল্পনা।
মনের ক্যানভাসে জুড়ে রয়
বৃথা কল্পনা।
শ্রাবণের দিন শেষে, কুয়াশার চাদর গায়ে
হেঁটে চলে গেছে দূরে শরৎ সন্যাসী,
পলাশের দিনে আজ শিমুলের বৃথা খোঁজে
কোথা চলে গেছে ক্রন্দসী?
মেঘমায়া মেঘদূতে কালিদাস নেই
ছন্দের মায়াজালে সত্যেন্দ্র জড়ানো,
অরূপের রূপ-মাঝে স্বরূপের খোঁজ
প্রজাতির হাতে করে রোখা উড়ানো।
ছন্দের মায়াজালে সত্যেন্দ্র জড়ানো,
অরূপের রূপ-মাঝে স্বরূপের খোঁজ
প্রজাতির হাতে করে রোখা উড়ানো।
বসন্তের ফুল সব তরুণীর চুলে
দিনশেষে পিষ্ট পদতলে,
এই আমি রিক্ত কবি, নাই কিছু নাই
সবকিছু নিয়ে গেছে
নষ্টের দলে।
দিনশেষে পিষ্ট পদতলে,
এই আমি রিক্ত কবি, নাই কিছু নাই
সবকিছু নিয়ে গেছে
নষ্টের দলে।
comment 0 Comments
more_vert