ভালোবাসি, ভালোবাসি
ধরো কাল তোমার পরীক্ষা
রাত জেগে পড়ার
টেবিলে বসে আছ,
ঘুম আসছে না তোমার।
রাত জেগে পড়ার
টেবিলে বসে আছ,
ঘুম আসছে না তোমার।
হঠাৎ করে ভয়ার্ত
কন্ঠে উঠে আমি বললাম-
ভালোবাস?
তুমি কি রাগ করবে?
নাকি উঠে এসে জড়িয়ে ধরে বলবে,
ভালোবাসি, ভালোবাসি..
ধরো ক্লান্ত তুমি,
অফিস থেকে সবে ফিরেছ।
ক্ষুধার্ত তৃষ্ণার্ত পীড়িত..
খাওয়ার টেবিলে কিছুই তৈরি নেই,
রান্নাঘর থেকে বেরিয়ে ঘর্মাক্ত
আমি তোমার
অফিস থেকে সবে ফিরেছ।
ক্ষুধার্ত তৃষ্ণার্ত পীড়িত..
খাওয়ার টেবিলে কিছুই তৈরি নেই,
রান্নাঘর থেকে বেরিয়ে ঘর্মাক্ত
আমি তোমার
হাত ধরে যদি বলি- ভালোবাস?
তুমি কি বিরক্ত হবে?
নাকি আমার হাতে আরেকটু
চাপ দিয়ে বলবে
ভালোবাসি, ভালোবাসি..
ধরো দুজনে শুয়ে আছি পাশাপাশি,
সবেমাত্র ঘুমিয়েছ তুমি
দুঃস্বপ্ন দেখে আমি জেগে উঠলাম।
শশব্যস্ত হয়ে তোমাকে ডাক দিয়ে যদি বলি-
ভালোবাস?
সবেমাত্র ঘুমিয়েছ তুমি
দুঃস্বপ্ন দেখে আমি জেগে উঠলাম।
শশব্যস্ত হয়ে তোমাকে ডাক দিয়ে যদি বলি-
ভালোবাস?
তুমি কি পাশ ফিরে শুয়ে থাকবে?
নাকি হেসে উঠে বলবে
ভালোবাসি, ভালোবাসি..
ধরো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি দুজনে।
মাথার উপর তপ্ত রোদ,বাহন
পাওয়া যাচ্ছে না এমন সময় হঠাৎ
দাঁড়িয়ে পথ রোধ করে যদি বলি-ভালোবাস?
তুমি কি হাত সরিয়ে দেবে?
নাকি রাস্তার সবার
দিকে তাকিয়ে কাঁধে হাত
দিয়ে বলবে
ভালোবাসি, ভালোবাসি..
ধরো শেভ করছ তুমি,
গাল কেটে রক্ত
পড়ছে,এমন সময়
তোমার এক ফোঁটা রক্ত
হাতে নিয়ে যদি বলি-ভালোবাস?
গাল কেটে রক্ত
পড়ছে,এমন সময়
তোমার এক ফোঁটা রক্ত
হাতে নিয়ে যদি বলি-ভালোবাস?
তুমি কি বকা দেবে?
নাকি জড়িয়ে তোমার গালের রক্ত
আমার গালে লাগিয়ে দিয়ে খুশিয়াল
গলায় বলবে
ভালোবাসি, ভালোবাসি..
ধরো খুব অসুস্থ তুমি,জ্বরে কপাল
পুড়ে যায়।
মুখে নেই রুচি, নেই কথা বলার
অনুভুতি,এমন সময় মাথায়
পানি দিতে দিতে তোমার মুখের
দিকে তাকিয়ে যদি বলি-ভালোবাস?
তুমি কি চুপ করে থাকবে?
পুড়ে যায়।
মুখে নেই রুচি, নেই কথা বলার
অনুভুতি,এমন সময় মাথায়
পানি দিতে দিতে তোমার মুখের
দিকে তাকিয়ে যদি বলি-ভালোবাস?
তুমি কি চুপ করে থাকবে?
নাকি তোমার গরম
শ্বাস আমার
শ্বাসে বইয়ে দিয়ে বলবে ভালোবাসি,ভালোবাসি..
ধরো যুদ্ধের
দামামা বাজছে ঘরে ঘরে,
প্রচন্ড
যুদ্ধে তুমিও অংশীদার,
শত্রুবাহিনী ঘিরে ফেলেছে ঘর।
এমন সময়
পাশে বসে পাগলিনী আমি তোমায়
জিজ্ঞেস করলাম-
ভালোবাস?
ক্রুদ্ধস্বরে তুমি কি বলবে যাও?
নাকি চিন্তিত আমায় আশ্বাস
দেবে, বলবে
ভালোবাসি, ভালোবাসি..
ধরো দূরে কোথাও যাচ্ছ
তুমি,দেরি হয়ে যাচ্ছে,বেরুতে যাবে,হঠাত
বাধা দিয়ে বললাম-ভালোবাস?
তুমি,দেরি হয়ে যাচ্ছে,বেরুতে যাবে,হঠাত
বাধা দিয়ে বললাম-ভালোবাস?
কটাক্ষ করবে?
নাকি সুটকেস ফেলে চুলে হাত
বুলাতে বুলাতে বলবে
ভালোবাসি, ভালোবাসি
ধরো প্রচন্ড
ঝড়,উড়ে গেছে ঘরবাড়ি,আশ্রয় নেই
বিধাতার দান এই
পৃথিবীতে,বাস করছি ।
ঝড়,উড়ে গেছে ঘরবাড়ি,আশ্রয় নেই
বিধাতার দান এই
পৃথিবীতে,বাস করছি ।
দুজনে চিন্তিত
তুমি
এমন সময় তোমার
বুকে মাথা রেখে যদি বলি ভালোবাস?
তুমি কি সরিয়ে দেবে?
নাকি আমার মাথায় হাত রেখে বলবে
ভালোবাসি, ভালোবাসি..
ধরো সব ছেড়ে চলে গেছ কত দুরে,
আড়াই হাত মাটির নিচে শুয়ে আছ
হতভম্ব আমি যদি চিৎকার
করে বলি-ভালোবাস?
আড়াই হাত মাটির নিচে শুয়ে আছ
হতভম্ব আমি যদি চিৎকার
করে বলি-ভালোবাস?
চুপ করে থাকবে?
নাকি সেখান থেকেই
আমাকে বলবে ভালোবাসি, ভালোবাসি..
যেখানেই যাও,যেভাবেই
থাক,না থাকলেও দূর
থেকে ধ্বনি তুলো
থাক,না থাকলেও দূর
থেকে ধ্বনি তুলো
ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি..
দূর থেকে শুনব তোমার
কন্ঠস্বর,বুঝব
তুমি আছ,তুমি আছ
ভালোবাসি, ভালোবাসি........
কন্ঠস্বর,বুঝব
তুমি আছ,তুমি আছ
ভালোবাসি, ভালোবাসি........
Read English Version
Love, love
Take your test tomorrow
Waking up at night
Sitting at the table,
You can't sleep.
Suddenly frightened
I raised my voice and said-
Love?
Will you be angry
Or get up and hug and say,
Love, love ..
You are tired
You have just returned from the office.
Hungry and thirsty ..
There is nothing on the table,
Sweaty out of the kitchen
I am yours
If I say holding hands - love?
Will you be upset
Or a little more in my hand
Say with pressure
Love, love ..
Suppose the two of us are lying side by side,
You just fell asleep
I woke up with a nightmare.
If I call you busy and say-
Love?
Will you lie on your back?
Or laugh and say
Love, love ..
The two of them are walking down the road.
The hot sun on the head, the vehicle
Suddenly the time is not available
If I stand in the way and say love?
Will you remove your hand
Or everyone on the street
Hands on shoulders looking up
Will say with
Love, love ..
You're shaving,
Blood cut cheeks
Reading, such a time
One drop of your blood
If I say with my hands-love?
Will you gossip
Or the blood on your cheeks
Happy to put it on my cheek
Tell the throat
Love, love ..
You are very sick, forehead with fever
Burns.
No taste in the mouth, no talking
Feelings, in the head at such times
Give water to your mouth
If I look at the say-love?
Will you keep quiet
Or your hot
My breath
Breathe in the book and say love, love ..
Take the war
Damama is playing in every house,
Extreme
You are a partner in war,
The enemy surrounded the house.
Such a time
I'm mad at you sitting next to you
I asked-
Love?
What do you say in an angry voice?
Or reassure me worried
Give, say
Love, love ..
Suppose you are going somewhere far away
You, it's getting late, you're going out, all of a sudden
I interrupted and said-love?
Take a look?
Or leave the suitcase in the hair
Bulate Bulate will say
Love, love
Hold on
Storms, houses blown away, no shelter
This is the gift of God
On earth, living.
Both are worried
You
That time is yours
If I put my head on my chest and say love?
Will you remove it?
Or put your hand on my head and say
Love, love ..
How far you have left everything,
Two and a half hands are lying on the ground
Shocked if I scream
How do I say love?
Will you keep quiet?
Or from there
Tell me love, love ..
Wherever you go, whatever
Stay, if not stay away
Take the sound from
Love, love, love ..
I will hear you from afar
Voice, understand
You are, you are
Love, love ........
comment 0 Comments
more_vert