এটা কি দুঃস্বপ্ন...?
...........................
মাসুদ আলম কাব্য
............................
বৌয়ের হাতের চা বা কফি হাতে নেওয়া ছাড়া
চোখ খোলে না আমার।
ইদানিং বাতিকে পরিনত হয়েছে এটা,
অবশ্য গিন্নী আমার এ কাজ করতে ভালোই বাসে।
আমি কাপে চুমুক দিয়ে ধীরে.... অতি ধীরে
কোমল চোখে ঐ মায়াময় মুখের দিকে তাকাব,
উনি মুচকি হেসে চুল দুলিয়ে বেড়িয়ে যাবে,
টুনটুনি পাখির মত নাচনের দোলা লাগিয়ে মনে।
একসাথেই খাই। এক থালাতে।
কিতাবে বলে.... এতে মোহাব্বত বাড়ে।
তারপর পাখিটাকে একা রেখে ঘরের খাচায়,
রুজির খোঁজে সারাদিন আমার ছুটে চলা....।
যাবার সময় প্রতিদিন মুখভার করে,

একটু অভিমানে,
একটু আদেশের ছলে,
একটু অনুরোধে,
চুপি চুপি বলে.......
ওগো, একটু তারাতারি বাড়ি ফিরো,
একা ঘরে মৃতপ্রায় থাকি।
আমি কপোলে চুম্বন করে প্রতিদিন বলি,
আচ্ছা।
কিন্তু তারাতারি আর ফেরা হয় না....!
প্রতিদিন রাতে তার গোমড়া মুখ দেখে
ঘরে ঢুকতে হয়,
তার মান ভাঙাতেই কাঁটে অনেক সময়।
কাঁদো কাঁদো গলে কখোনো বলে,
আমায় গ্রমে রেখে এসো।
আমি তাকে বুকে জড়িয়ে
চুমু খেয়ে কপোলে,
আমাকে কে কি তুমি মরতে বলো...?
তখন আমার বুকে তার হাসির ঝলক খেলে,
আমি বুঝি ভালোবাসার মধুক্ষন উপস্থিত....।
আমি কঠিন বাহুডোরে তাকে আবদ্ধ করে,
অধড় ছুইয়ে তার অধড়ে........
মাসুদ, এই মাসুদ, এই অলস...!
ক্লাসে যাবি না...?
রুমমেটের বেসুরো গলার আওয়াজে
একটি সুন্দর স্বপ্নের অপমৃত্যু হলো।
লোকে বলে এসব নাকি দুঃস্বপ্ন..
আসলেই "এটা কি দুঃস্বপ্ন"...???
comment 0 Comments
more_vert