MASIGNASUKAv102
6510051498749449419

করোনাঃ আবেগ এবং বাস্তবতা

করোনাঃ আবেগ এবং বাস্তবতা
Add Comments
Wednesday, April 15, 2020
করোনাঃ আবেগ এবং বাস্তবতা
😥😥😥😥😥😥😥😥😥😥




আপনার সাথে আমার খুব ভালো সম্পর্ক। দিনের ১২/১৪ ঘন্টা একসাথে কাটাই। একটা কলম কিনতে হলেও আমাকে আপনার, অথবা আপনাকে আমার না হলে চলে না। ধরুন, আমি এই মহামারীতে মারা গেলাম! আপনার জীবন কি থেমে যাবে, অর্থহীন হয়ে যাবে বেঁচে থাকা? আপনি কি আমার শোকে আত্মহত্যা করবেন? উত্তর হলো, না।

বিজ্ঞানের ভাষায় যদি বলি " প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না"। তেমনি জীবন চলার পথে আমার শূন্যতাও অন্য কারো দ্বারা পূর্ণ হয়ে যাবে। হয়তো কিছুদিন আপনি কাঁদবেন, একাকিত্বে ভুগবেন.... দিনশেষে ভুলে যাবেন, এটাই ধ্রুব সত্য। মানুষ এমনই। আমরা বাবা মায়ের শোকও হাতেগোনা কিছুদিনের মধ্যে ভুলে যাই। ভুলতে হয়, ভুলে যাই। এমনই চলে আসছে, এমনই চলবে।

মহামারী চলছে। ভাগ্যে কী আছে... জানিনা। সকর্ত থাকছি, কাছের মানুষদের সতর্ক করছি যতটুকু সম্ভব। নিয়মাবলি মেনে চলছি, পাশের আপনজনকে মানতে বলছি, খেয়াল রাখছি। সর্বপোরি আল্লাহর নিকট দোয়া করছি... আল্লাহ মানবজাতিকে হেফাজত করুন। এর চেয়ে চেয়ে বেশি কী করতে পারি, কী করা সম্ভব?

তারপরও যদি আক্রান্ত হই, মারা যাই। আপনি কী করতে পারবেন, বা আমিই আপনার জন্য কী করতে পারবো.... দোয়া ব্যতিত?

এই মহামারী একদিন থাকবে না, রবে ইতিহাসের পাতায়। আমি হয়ত স্মরণ হয়ে থাকবো আপনার অবচেতন মনে। প্রসঙ্গ এলে হয়তো মনে হবে, "মাসুদের সাথে আমার পরিচয় ছিলো, ভালো সম্পর্ক ছিলো, অনেক সময় কাটিয়েছি একসাথে, আল্লাহ তাকে বেহেশত দান করুন।" মন্দ দিক আলোচনা না করে কিঞ্চিৎ ভালো দিকগুলোই হয়তো আলোচিত হবে আপনাদের আড্ডায়। তারপর! তারপর আমিও এমন ইতিহাস হব যে, আমাকে আর কারো স্মরণও হবে না। এটাই বাস্তবতা।

আমরা এখন বাড়িতে আছি, সবাই যে খুব ভালো আছি তা তো নয়। ক্যাম্পাসের রঙিন জীবনে প্রত্যহ অবগাহন যাদের তাদের বাড়ির জীবন জেলখানা বৈ কিছু নয়। আমাদের বন্ধু-বান্ধব, সবার সাথে যোগাযোগের যে মাধ্যম, তা ফেসবুক। এখন আমরা যদি এখানেও মৃত্যু নিয়ে মন খারাপ করে একে অপরের সাথে সাবেক যোগাযোগ না রাখি...এটা কি কাম্য? আমরা কি তাহলে মরার পরে যে কবরে বা শ্মশানে একা থাকব... তার অনুশীলন করছি?

কেউ থাকব না দুনিয়ায়। ক্ষণস্থায়ী যেটুকু সময় দুনিয়ায় আছি, সেই সময়টুকু আবেগের যন্ত্রনায় না ঢুবিয়ে ভালো থাকার চেষ্টা করি। অন্তরে যা-ই থাক, মুখে হাসিটুকু থাকুক না...! আমি কাতর হয়ে কেন আমার আশেপাশের লোকগুলোকে কাতর করব? কেন তাদেরও মুখের হাসির ঘাতক হব? আসুন না, এই মহামারীর সময়ে আশেপাশের মানুষগুলোর বাঁচার অবলম্বন হই, বাঁচতে শেখাই।

আসুন, মরার আগে না মরি। যেটুকু সময় বাঁচব, বাঁচার মত বাঁচবো। আল্লাহ আমাদের সহায় হোকন, মানবজাতিকে হেফাজত করুন।