তারপর এসো প্রিয়া, চলে যাব মৃত্যু বুকে নিয়ে
তোমার আমার আপন তো আর নেই,
এই আমি আর মৃত্যু ছাড়া কে দেখে তোমায় চেয়ে?
তারপর এসো প্রিয়া, ইতিহাস হয়ে রই
তোমার আমার ব্যক্তিগত এপিটাফে,
নির্ঘুম রাতের আকাশে তারা হয়ে জ্বলে রই।
এই পথে যাবে মৃত্যুর মিছিল
দিনশেষে এ পথের যাত্রী আমিও,
অবেলায় যদি হয় জীবনের বেলা শেষ
ক্ষমা করো প্রভু, ভুলে ভরা এ আমায়।
ব্যস্ত সময় যাচ্ছে আমার
তবু যেন কাটে না সময়,
ভাবছি কেবল তোমার কথাই শুধু
ইদের পরে হতে পারে দেখা।
comment 0 Comments
more_vert