MASIGNASUKAv102
6510051498749449419

বাইরে বইছে প্রবল বেগে ঝড়

বাইরে বইছে প্রবল বেগে ঝড়
Add Comments
Wednesday, April 15, 2020

বাইরে বইছে প্রবল বেগে ঝড়
আমার ঘর বাতাসে নড়বড়,


ধুলির ঝড় শেষে শীতল ধারা
রুমঝুম ঝিরিঝিরি মনহরা।


বেড়ার ফাঁকে গলে দেখি কার বউ
দাড়িয়ে আছে, চোখে আনন্দের ঢেউ,


শক্ত মাটির ঢিলা হলে কাঁদাময়
নবতর ফসলের জীবন জুড়োয়।


কৃষকের চোখে মুখে হাসির খেলা
মাঠ মেলবে আবার ফসলের ডালা।