বাইরে বইছে প্রবল বেগে ঝড়
আমার ঘর বাতাসে নড়বড়,
ধুলির ঝড় শেষে শীতল ধারা
রুমঝুম ঝিরিঝিরি মনহরা।
বেড়ার ফাঁকে গলে দেখি কার বউ
দাড়িয়ে আছে, চোখে আনন্দের ঢেউ,
শক্ত মাটির ঢিলা হলে কাঁদাময়
নবতর ফসলের জীবন জুড়োয়।
কৃষকের চোখে মুখে হাসির খেলা
মাঠ মেলবে আবার ফসলের ডালা।
comment 0 Comments
more_vert