বসন্ত বিদায় - হে বসন্ত ঋতুরাজ - Farewell to spring - O king of spring
এম এম নজরুল ইসলাম
হে বসন্ত ঋতুরাজ
যাবে কোথা ছেড়ে সুদূর গহীনে হানিয়া হৃদয়ে বজ্রবাজ,
ওগো স্মরণীকা পাইয়া তোমাকে হারাবো কেমন করে
ভরা ভাদরের বরিষার মতো জল আসে আঁখি ভরে,
হৃদয় আকাশে বিচরিয়া তুমি কেমনে যাইবে থেমে
গাহিবে কি গান কোকিল কোকিলা বনানীর বিহঙ্গমে,
কাঁদিয়া ফিরিছে বনে বনে যত বনস্পতি বনলতা
বৃক্ষরাজি দল শোকে মুহ্যমান ঝরিতেছে কচি পাতা।
ওগো বসন্তের রাজা
উদাসিনী হয়ে যাওরে চলিয়া দিয়া বিরহের সাজা,
তোমার বিদায়ে বহেনা মলয় দোলে না পল্লব গাছ
অর্নব হাওরে নদীজলে খেলা করে না হাঙ্গর মাছ,
মধুপূর্ণিমা তো ম্লান ঐ গগণে তোমার বিদায় ক্ষণে
স্রোতস্বতীর বহেনা স্রোত ভাটী অথবা উজানে।
বহ্নি শিখায় প্রণয়ী হৃদয়ে জ্বালিয়ে বিরহী চিতা
কোন কুহেলিকার অভিসারে মেতে উঠিবে দিপান্বিতা,
ঈশাণী কোণে ঐ মেঘের মেয়ের দেখিয়া বিজলী নাচ
তাই বুঝি তুমি ওহে ঋতুরাজ বিদায় নিয়েছো আজ।
comment 0 Comments
more_vert