MASIGNASUKAv102
6510051498749449419

✍কবিতাও হয় বাসি✍

✍কবিতাও হয় বাসি✍
Add Comments
Friday, March 27, 2020


কবিতাও হয় বাসি
°°°°°°°°°°°°°°°°°
লিখেই চলেছে কত কবি-দলে
জীবন নদীর তীরে,
আমার লেখাটি হারিয়ে গিয়েছে
শত কবিতার ভীড়ে।
সব কবিতা কি লেখা হয়ে থাকে
জীবনের প্রয়োজনে !
প্রকৃত প্রাপ্তি কতটুকু হয়
এত লিখে অকারণে?
আমি যদি লিখি দু'চার কলিও
হৃদয় নিঙড়ে লিখি,
তাই তো সেখানে থাকে ভাব, ভাষা
ছন্দও থাকে ঠিকই।
মনে হলে কিছু অমনি লিখি না
ভরাতে লেখার খাতা।
ছন্দে সুরে সুললিত বাণী
সাজাতে ঘামই মাথা।
কাব্য কাননে চাই ফুটে থাক
ভোরের কুসুম রাশি,
আজকের লেখা প্রবল ভীড়ে কি
কালকেই হবে বাসি !
----------×----------