জুম্মান শরীফ
তাং- ২৪/০৩/২০ইং।
স্বরবৃত্ত: ৪+৪ ৪+৪ ৪+২
====================
চলন দেখে যায় কি বোঝা
দেশ জনতা কতই সোজা?
করছে পকেট ফাঁকা,
দুর্যোগ কিংবা মহামারী
সুযোগ বুঝে পকেট ভারী
লুটছো হাজার টাকা।
গগন চুমি দাম বাড়িয়ে
কোটি টাকা নাও নাড়িয়ে
বন্ধ্য মারলো কারা?
ভুবন মাঝের করোনাতে
ধরতে পারে দিনে রাতে
শুধরে নাও এ ধারা!
বাড়ছে খরচ দিনে দিনে
কেউ হটায়না কিসের বিনে?
বিবেক জাগাও আগে,
নিখিল মাঝে বলবে সবে
দুর্ণীতিতে মস্ত হবে
শরম মোদের লাগে!
করোনাতে মরণ কামড়
মানব জাতি নয়কো চামর
দুর্ণীতি যাও ভুলে,
বিধির বিধান নাওগো তুলে
comment 0 Comments
more_vert