মানুষই কান্ডারী
© উত্তম অরণ
যদি মরে যাই এক্ষুণি
শেষ হবে যত ফুলঝুরি
কি হবে এত বাহাদুরি
এসো হই - সেচ্ছায় বন্দী,
শেষ হবে যত ফুলঝুরি
কি হবে এত বাহাদুরি
এসো হই - সেচ্ছায় বন্দী,
বাড়ুক যত লেনাদেনা
কান্না হাসির আড্ডাখানা
কাছে দূরে, হোক যাতনা
তবুও ঘর, ঘর ছেড়ো না,
কান্না হাসির আড্ডাখানা
কাছে দূরে, হোক যাতনা
তবুও ঘর, ঘর ছেড়ো না,
পাপ পূর্ণের হিসেব মানা
বন্ধ হোক-না ঈশ্বর দরজা
বেঁচে থাকলেই ঈশ্বর পূজা
মৃত, সে তো কেউ কারোনা,
বন্ধ হোক-না ঈশ্বর দরজা
বেঁচে থাকলেই ঈশ্বর পূজা
মৃত, সে তো কেউ কারোনা,
কড়াল গ্রাসে পৃথিবী - করোনা
বাতাসে ভাসে লাশের কান্না
দরোজার ওপাশে ভয়ের ভাবনা
স্বজন প্রীতি আর না - আর না,
বাতাসে ভাসে লাশের কান্না
দরোজার ওপাশে ভয়ের ভাবনা
স্বজন প্রীতি আর না - আর না,
ঘর যে আপন, পথের দাবী
ছাড়তে চাই না এই পৃথিবী
চলবে লড়াই যত মহামারী
মানুষ ঈশ্বর, মানুষই কান্ডারী।
ছাড়তে চাই না এই পৃথিবী
চলবে লড়াই যত মহামারী
মানুষ ঈশ্বর, মানুষই কান্ডারী।
@ ২৫ মার্চ, ২০২০ খ্রীঃ
comment 0 Comments
more_vert