হারিয়ে যেতে ইচ্ছা করে
অকারনের পথে —
পাহাড় —নদী—বনভূমি
সাগর জলে ভেসে ।
ইচ্ছা করে রাখাল ছেলে
গরু চড়াই মাঠে —
রাঙা মাটির—মেঠো পথচ
বেদুইনের বেশে।
ইচ্ছা করে—ডানায় মেল
পক্ষীরাজের ঘোড়া
মেঘ বালিকার অাঁচল ছুঁয়ে
করব কতো খেলা ।
অাকাশ যেথায় —সাগর জলে
মেঘের তরী ভাসে
ইচ্ছা করে হিমের চূড়ায়
যাব তোমার সাথে।
০৯,১২,২০১৮
সন্ধ্যা —৬,৩৫মিনিট
রোহিত মন্ডল
comment 0 Comments
more_vert