লেখাঃ এ কে খাঁন।
তুমিই প্রথম করিলে ভঙ্গ তোমার দেওয়া প্রতিশ্রুতি,
তুমি ফিরিয়ে নিলে আমাকে দেওয়া তোমার কথাটি,
বয়স তোমার আঠারো ছুঁই ছুঁই,বিয়ের বয়স বলছো সাত,
এগারো বছর বয়সে করেছো বিয়ে নিজেকে ভাবো কুমারী,
কৈশোরের দূরন্তপনা রয়েছে অটুট যৌবন তখনো দেয়নি উঁকি।
শঠতা আর প্রতারনার এক সুক্ষ্ণ অভিনয়ে তুমি একেবারে পাকা।
এতোটা ঠক তুমি,মনে পড়লে নিজেকে কেবলই মনে হয় বড্ড বোকা।
শঙ্কার অথৈ সাগরে প্রেমই একমাত্র নির্ভীক সত্তা।
নারীকে যা দিয়েছে সম্মান তা বিকিয়েছো অর্থের পাল্লায় তুলে,
ভালোলাগা আর ভালোবাসা কভূ আর আসিবে না তোমার জীবনে ফিরে,
বিশ্বাসের প্রতিচ্ছায়ায় ফ্যাকাশে দেখায় তোমার মুখায়ভব।
সত্যবাক্য দুর্লভ ,হিতকারী -পূত্র দুর্লভ,সমমনস্কা পত্নী দুর্লভ, তেমনি প্রিয়জন ও দুর্লভ।
শঠতা,ঠগবাজ,তোষা মোদকারী,পরনিন্দ া, পরচর্চা মানুষে মানুষে দেখিবে অহোরহো,
প্রেমিকা সুখী নয় বিয়ের পূর্বাবধী,স্ত্র ী সুখী নয় সচ্চরিত্র স্বামী বিহনে।
ঠকবাজী যার চিত্তের অসুখ,সুখ তার জীবনে এখনো বহুদূর,
সুখের সওদা পারিবেনা করিতে, চিত্তের অসুখ নাহি সারিলে,
কথা দিয়ে যে কথা না পারে রাখিতে,সুখ তার কপোলে নাহি সহিবে,
প্রবঞ্চক তার প্রতারনার বানিজ্য করিতে,সুযোগের জন্যে ওৎ পেতে থাকে।
comment 0 Comments
more_vert