কে তুই
বারেবারে উকিঁ দিয়ে
আবার চলে যাস।
কে তুই
আমার ঘুম নিয়েছিস কেড়ে
রাত জেগে কবিতা লিখি
তুই পড়বি বলে।
কে তুই
আমায় নিয়ে করিস খেলা
তোর অপেক্ষায় বসে থেকে
আমার যায় চলে যায় বেলা
কে তুই
আমায় ভুলিয়েছিস ছলনায়
আমার একটু কাছে আয়
কে তুই
লক্ষীটি, বলনা আমায়
#কে_তুই
#soyed_hasnat_pr
comment 0 Comments
more_vert