MASIGNASUKAv102
6510051498749449419

কে তুই

কে তুই
Add Comments
Thursday, December 13, 2018

কে তুই

আমায় কষ্ট দিয়ে যাস
বারেবারে উকিঁ দিয়ে
আবার চলে যাস।

কে তুই
আমার ঘুম নিয়েছিস কেড়ে
রাত জেগে কবিতা লিখি
তুই পড়বি বলে।

কে তুই
আমায় নিয়ে করিস খেলা
তোর অপেক্ষায় বসে থেকে
আমার যায় চলে যায় বেলা
কে তুই
আমায় ভুলিয়েছিস ছলনায়
আমার একটু কাছে আয়

কে তুই
লক্ষীটি, বলনা আমায়

#কে_তুই
#soyed_hasnat_pranto