ধুলোর আকাশটা অনেক ভাল মিথ্যে হাসিঁর চেয়ে,
অনেক ভাল লাগে মেঘ আকাশটা যদিও বৃষ্টি আসে ধেয়ে।
তোমার হাসিঁতে চমকে যেত আমার যে দু চোখ,
সেই হাসিঁ এখন বিতৃষ্ণা লাগে ফেটে গেছে যে এ বুক।
অন্য খেলায় ব্যস্ত তুমি আমিতো এখন পুরনো,
তুমিও যে ফুরিয়ে গেছ তা ভাবনি,নাকি বুঝনি এখনও?
বুঝবে সেদিন যেদিন পুরোটা ফুরোবে তুমি।
হয়ত পুরনো হতে হতে সেদিন আবার নতুনে ভরে যাবো আমি।
জানি হাজারো আনুরোধে ভাসাবে সেদিন আমার এই পুরনো বুক,
আমি বলব তোমারি পুরনো ফুরানো বুকে আবারও নতুনত্ব আসুক।
তবেই দুটি হৃদয় আবার ভালবাসতে শিখুক।
বিদ্র: প্রথমবার লিখালিখিতে লেখার চেষ্টা করলাম।ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।
comment 0 Comments
more_vert