MASIGNASUKAv102
6510051498749449419

সেই সব শৈশব কৈশোর

সেই সব শৈশব কৈশোর
Add Comments
Sunday, April 21, 2019
সেই সব শৈশব কৈশোর 
তাপস হাজরা
তারিখ: ১০।১১।২০১৮
------------------------------------------
ছোটবেলা পুতুল খেলা
সঙ্গী জোটে পল্লী তটে
কল্প পরান স্বপ্ন উড়ান
নক্সা কাটে হৃদি পটে।

রান্না বাটি পরিপাটি
লুডো ছক্কা গুটি পাক্কা
চোরপুলিশ আব্বুলিস
ধাপ্পা ধাক্কা এক্কা দোক্কা।

ঘুড়িতে মন ছুঁত গগন
ধরতে পোনা ছিপ'খানা
কাঁচের গুলি ও ডাংগুলি
পাখি ছানাও পোষমানা।

হোলি ন্যাড়া হতো পোড়া
অষ্টপ্রহর হরি বাসর
কোজাগরী রাতে চুরি
কালীপূজার ঢোল কাঁসর।

ক্রিকেট খেলা সারাবেলা
কাদা জলেও ফুটবলে
ডুবসাঁতার পুকুরপার
উঠে ডালে ঝাঁপ জলে।

দুপুর হলে কী কৌশলে!
ঘুমাই মেকি মা'কে ফাঁকি
গাছের তলে বা মগডালে
চাটতে থাকি তেঁতুল পাঁকি।

রাম লক্ষ্মণ শব্দ মিলন
দুপুর কাটেও তাস ঘুটে
বিকেল হলে টেনিস বলে
মাঠে বাটে সূর্যি পাটে।

সন্ধ্যাবেলা পড়াও খেলা
ছন্দ মাখা নামতা শেখা
অজগরে ইঁদুর ধরে
হাতেলেখা কাগজ পাখা।

রাত্রি হলে শুয়ে কোলে
ঘুমের পরী সঙ্গে আড়ি
পক্ষীরাজা কোটাল প্রজা
গল্পকারী ঠাকুর বুড়ি।

নগর চাঁদে বুড়ি কাঁদে
একলা খাটে চরকা কাটে
স্বপ্ন রঙীন সেই সব দিন
দৃশ্য পটে গল্পে নোটে।

---------------------------------------
রচনাকাল: ০৭।১১।২০১৮
বুধবার, দুপুর: ২.৪৫ মিঃ
"""""""""""""""""""""""""""""""""""""""